শনিবার, ২০ মে, ২০১৭

.............................. HOME MADE JUICE MAKER.............................................


আসছে রমজান, আর ইফতারে মোটামুটি সবাই আমরা সরবত খাই। সেকথা মাথায় রেখেই আজ আমরা শিখবো কিভাবে ঘরে বসেই বানানো যায় সরবত বানানোর মেশিন। এই ডিভাইসটি বানাতে আমাদের খরচ হয়েছে মাত্র আশি টাকা। তবে পাইকারি ইলেকট্রনিক্সের দোকান থেকে সংগ্রহ করলে দাম ১০-১৫ টাকা কমে যেতে পারে। এডিভাইসটি বানাতে যা যা প্রয়োজন হবে:
১. ১২ ভোল্ট ডিসি মোটর।
২. থ্রি পিন ফোল্ড অনঅফ সুইচ।
৩. ডিসি পাওয়ার সকেট।
৪. তিন/এক ইন্চি কাঠের টুকরো।
৫. কানেক্টিং ওয়্যার।
৬. পাঁচ ইন্চি জিআই তার।
৭. ইলেক্ট্রিক্যাল টেপ।
৮. ডিসি সাপ্লাই (এখানে আপনি ঘরের পুরাতন নকিয়া চার্জার ব্যবহার করতে পারেন).
সার্কিট ডায়াগ্রাম:  https://www.mediafire.com/?i9r3dj1osasdq6c
ইউটিউব ভিডিও লিংক: https://youtu.be/DEAvz947XEo
সার্কিট ইমেজ গ্যালারি: https://www.mediafire.com/?se2vm4x9o9v52hx



LIKE US ON FACEBOOK:  https://www.facebook.com/ourdreamtechnologybd/

শুক্রবার, ১২ মে, ২০১৭

কি ভাবে একটি সফল প্রজেক্ট করতে হয়?
আমাদের সবাই কমবেশি প্রজেক্ট করি। কিন্তু একটি পরিপূর্ন সুগঠিত প্রজেক্টের কিছু ধাপ আছে, আজকে আমরা সেগুলো সম্পর্কে জানবো।একটি প্রজেক্টের সবচেয়ে প্রথম কাজ হলো সার্কিট সিলেক্ট করা। আমরা ইন্টারনেটে একই অবজেক্টের জন্য অনেক ডিভাইস দেখি, তার থেকে উপযুক্ত সার্কিট টি বাছাই করতে হবে। এরপর বাছাইকৃত সার্কিটটিকে প্রোটিয়াস অথবা যেকোন সিমুলেটর দিয়ে সিমুলেট করে নিতে হবে, এতে সার্কিটটির কার্যকারিতা প্রকাশপাবে।
তার পর আমাদেরকে সার্কিটটির কম্পোনেন্ট এর একটি লিস্ট করতে হবে এবং এতে আমাদের মোট খরচের একটি সুনির্দিস্ট পরিমান নির্ধারন করতে হবে। একটি জিনিস মনে রাখতে হবে কেবল ডিভাইস বানালেই হবেনা তা বাজারে মানুষের সাধ্যের মধ্যেও হতে হবে।
বাজারে যেসব ট্রানজিস্টর আর আইসি পাওয়া যাবেনা ডাটাশিট দেখে সমমানের কম্পোনেন্ট বাছাই করতে হবে।
তারপর ক্রয়কৃত কম্পোনেন্টগুলো ব্রেডবোডে বসিয়ে চেক করতে হবে সার্কিট ঠিকমতো চলে কিনা।অনেক সময় ধারনা কম থাকার কারনে কম্পোনেন্ট ভুল কানেকশন দেয়ার কারনে নষ্ট হয়ে যায় তাই প্রত্যেকটি কম্পোনেন্ট সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে।
এরপর ব্রেডবোর্ডে বানানো ডিভাইস পিসিবিতে বসাতে হবে। এরপর ডিভাইনটি বিভিন্ন কন্ডিশনে ঠিকমতো কাজ করে কিনা চেক করে নিতে হবে। সবশেষে ডিভাইসটির বাজারমুল্য, ক্রেতার ধরন, বাজার চাহিদা ইত্যাদির সুনির্দিস্ট
বর্ননাসহ প্রজেক্ট ইন্সট্রাক্টরের কাছে প্রজেক্ট সাবমিট করতে হবে।

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

Welcome to dream technology bd
Our vision is to make the world smart. In this blog we shall try to make so many technological solution. As we know now a days we have so many technological problems. Our community will help you to make smart beyond all problems. Sty tuned and subsscribe our youtube channel
Dream technology
And also our facebook page: dream technology bd

.............................. HOME MADE JUICE MAKER............................................. আসছে রমজান, আর ইফতারে মোটামুটি সবাই ...